ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে দুজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে মধ্যমপাড়া মাঠে দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যস্ত লাশ দুটি মাঠেই পড়ে ছিল বলে জানিয়েছেন তিনি।

-বিএ