ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি আবদুল্লাহর সহযোগী ককটেলসহ গ্রেফতার

প্রকাশিত: ০৩:১১ পিএম, ০২ আগস্ট ২০১৬

রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির একজন আবদুল্লাহ। আবদুল্লাহর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন (২৩)। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিনাজপুরের নবাবগঞ্জে মো. আলমগীরকে ছয়টি ককটেলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দাবি, সে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে নিহত আব্দুল্লাহর সহযোগী। তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আলমগীর নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল­বপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নবাগঞ্জের বল্লবপুর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

দিনাজপুর ডিবির এসআই মো. বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাগঞ্জের বল্লবপুর গ্রামে অভিযান চালিয়ে দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে মো. আলমগীরকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। তাকে বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক গোপাল চন্দ্র তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি ওসি মো. আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারবো বলে আশা করছি।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫নং রোডের ৫ তলা ভবনে মঙ্গলবার ভোরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়। এর মধ্যে নিহত হয় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল­বপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। তার বাবা পেশায় রাজমিস্ত্রি। পাঁচ ভাই-বোনের মধ্যে আব্দুল্লাহ ৪ নম্বর।

এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস