ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীনগরে নৌকাডুবে নিখোঁজ ২

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০২ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইঞ্জিনচালিত নৌকাডুবে ১৬টি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়ি নদীতে (কনিকারা বিল) এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চেচড়া গ্রামের আল-আমিন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় উপজেলার বাইশমৌজা গরুর বাজার থেকে কয়েকজন পাইকার ২০টি গুরু নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে নৌকাটি বুড়ি নদীতে ডুবে যায়। এতে নৌকায় থাকা ১৬টি গরু মারা গেছে। তবে নৌকায় থাকা আরোহীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। কোনো আরোহী নিখোঁজ হওয়ার খবর আমাদের জানা নেই।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস