ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় মাছের আড়তে হামলা : মালামাল লুট

প্রকাশিত: ০৪:৪০ এএম, ০৩ আগস্ট ২০১৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মাছের আড়তে হামলা ভাঙচুর ও লুটপাট চালিছে জলদস্যুরা। এ সময় দস্যুরা নগদ টাকা, মাছ ও জালসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জাগো নিউজকে জানান, গত কয়েকদিন থেকে চর ঈশ্বরের মাইচ্ছা মার্কেটে তার আড়তে ডাকাতির পরিকল্পনা চলছে জানতে পেরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে রবীন্দ্র কুমার দাসের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সশস্ত্র দস্যু ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে তার আড়তে হামলা চালায়।

এ সময় দস্যুরা আড়তের কর্মী রূপক নন্দি দাস ও আবুল কালাম কালুকে পিটিয়ে আহতে করে ক্যাশবাক্স থেকে নগদ তিন লাখ টাকা, বরফ দিয়ে সংরক্ষিত এক হাজার কেজি ইলিশ মাছ ও সাত লাখ টাকার জাল, সোলার প্যানেলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মাছের আড়তে ডাকাতির খবর পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

মিজানুর রহমান/এসএস/আরআইপি

আরও পড়ুন