ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১১:২৮ এএম, ০৩ আগস্ট ২০১৬

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। বুধবার সকালে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহবুদ্দিন খান জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Tangail-Rab-arest

মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৬৮৬১ টিকে আটক করা হয়। এসময় তিনটি মোবাইল ফোনসহ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মনোয়ারুল হাসান রাসেল (৩৬) ও একই রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. বাবুল হোসেন।

তিনি আরো জানান, মো. মনোয়ারুল হাসান রাসেল কুখ্যাত মাদক সম্রাট। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা উত্তরাঞ্চলের পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করে থাকেন।

আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস