ফরিদপুরে বন্যায় সড়ক ভেঙে যান চলাচল বন্ধ
ফরিদপুরে বন্যার পানির প্রবল চাপে ফরিদপুর-চরভদ্রাসন-সদরপুর আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। সেই সঙ্গে জেলা সদরের সঙ্গে দুটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ পানির চাপে সড়ক ভেঙে যায়। সেই সঙ্গে আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর, ভাজনডাঙ্গা গ্রামে পানি ঢুকেছে। এছাড়া সদর উপজেলার সাদীপুরের খুশির বাজার নামক স্থানে সড়কের ভাঙন দেখা দিয়েছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, হঠাৎ করে পানির প্রবল চাপে সড়ক প্রায় ২০ ফুট দেবে যায়। এতে রাস্তার পশ্চিম পাশে আলীয়াবাদ এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে।
খবর পেয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সহায়তায় ভেঙে যাওয়া অংশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বালুর বস্তা ফেলে পানি প্রবাহ বন্ধ করা হয়। তবে ওই রাস্তা দিয়ে বড় যানবাহন চালানো যাবে না। ছোট যানবাহন চলাচল করতে পারবে। বড় যানবাহন চলাচল করলে সড়ক আবার ভেঙে যেতে পারে বলেও তিনি জানান।
এদিকে সড়কটি ভেঙে যাওয়ায় চরভদ্রাসন-সদরপুর যাতায়াতকারীদেরকে দুর্ভোগ বেড়েছে। এ সময় আটকে পড়া যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এস.এম. তরুন/এএম/এবিএস