ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নগরকান্দায় কৃষককে হত্যা

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৩ আগস্ট ২০১৬

ফরিদপুরের নগরকান্দায় পান্নু মুন্সি (৪০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরকান্দা-পুরাপাড়া সড়কের বনগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা নিহতের পরিবারের।

নিহত পান্নু পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের জহুরুল হক মুন্সীর ছেলে।

নিহতের ভাই টুলু মুন্সী জানান, বাড়ির সন্নিকটে রাস্তার পাশে পান্নুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের খবর দেয়। সেখান থেকে পান্নুকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রঞ্জিত কুমার রুদ্র তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে চাচা শাহাদাত মুন্সীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। পান্নুর পরিবারের ধারণা এ কারণেই পান্নুকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রঞ্জিত কুমার রুদ্র জানান, ধারণা করা হচ্ছে- লাঠি বা লোহার রড দিয়ে তাকে আঘাত করা হয়েছে। যার ফলে নিহতের মাথা ও নাক রক্তাক্ত অবস্থায় ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এস.এম. তরুন/এআরএ/এবিএস