ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কটিয়াদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৩ আগস্ট ২০১৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক হাজার ৯’শ ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও এপিবিএন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার উজানচর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেলার ভৈরব পৌর এলাকার হেলাল মিয়ার স্ত্রী তামলিমা (২৮) ও একই এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মোতাহার হোসেন (৩২)।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উজানচর এলাকায় পরিবহনে তল্লাশি করছিল পুলিশ ও এপিবিএন। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নূর মোহাম্মদ/বিএ