ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীতাকুন্ডে সিএনজি অটোরিক্সায় আগুন : দগ্ধ ৫

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিক্সায় দুবৃর্ত্তদের দেয়া আগুনে পাঁচ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো তিনটি গাড়িতে আগুন এবং ১০/১২টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে দুর্বৃত্তদের ১৫/২০ জনের একটি দল আকস্মিকভাবে সীতাকুন্ডের ফৌজদার হাট এলাকার ফকির হাট এবং ওভারব্রিজ এলাকায় একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক এবং একটি সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়।

এর পর দুর্বৃত্তরা এলোপাথারি গাড়ি ভাঙচুর শুরু করে। সিএনজি অটোরিক্সায় আগুন দেওয়া হলে এর পাঁচ যাত্রী অগ্নিদগ্ধ হয়।
 

এদিকে গাড়িতে আগুন দেয়ার পর দুর্বৃত্তরা বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ কমপক্ষে ১২টি গাড়ি ভাঙচুর করেছে। এই নাশকতার ঘটনার পর রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে জানতে সীতাকুন্ড থানার পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পুলিশ গেছে।