ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জলদস্যু ধরতে সুন্দরবনে অপারেশন পাইরেটস হান্ট শুরু

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৪ আগস্ট ২০১৬

বেশ কয়েকটি জলদস্যু ও বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের পরও সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর, সাগর ও নোয়া বাহিনীর তৎপরতা চলছেই। এ অবস্থায় বনদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করেছে অপারেশন পাইরেটস হান্ট।

আগামীকাল শুক্রবার পর্যন্ত জলদস্যুদের ধরতে চালানো হবে এই অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ।
 
এ প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে কথা হলে ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, অপারেশনের সফলতার ওপর জলদস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের সময় বৃদ্ধি করা হবে। তাদের কাছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের যে সকল এলাকায় জলদস্যু বা বনদস্যুদের আস্তানা রয়েছে, সে সকল এলাকাকে টার্গেট করে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে বৃহস্পতিবার সকাল থেকে অপারেশন পাইরেটস হান্ট শুরু করেছে।

কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনীর জলযান নিয়ে এই অপারেশন আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। তবে অপারেশনের সফলতার ওপর নির্ভর করেবে যৌথবাহিনীর এই অপারেশনের সময় বৃদ্ধির বিষয়টি।

তিনি আরো জানান, জলদস্যুরা জেলেদের অপহরণ করে সম্ভাব্য বনের যে স্থানে আটকে রাখতে পারে সে স্থানও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহিৃত করে অপারেশন সফল করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

সুন্দরবনের বড় তিনটি বনদস্যু বাহিনী অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেছে। তারপরও সম্প্রতি ছোট ছোট কয়েকটি বনদস্যু বা জলদস্যু দল জেলেদের অপহরণ করছে।

জলদস্যুদের এ অপতৎপরতা রুখতে অনেকটা সংঘবদ্ধভাবে সুন্দরবনের যৌথবাহিনীর অপারেশন শুরু করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড নিয়মিতভাবে সাগর ও নদী উপকূলে দস্যুদের নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে আসছে বলেও জানা তিনি।

শওকত আলী বাবু/এফএ/এবিএস

আরও পড়ুন