মাছ লুটের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
এক লাখ টাকা চাঁদা না পেয়ে সরকারি জলমহালের মাছ লুট করার অভিযোগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
শিবগঞ্জ উপজেলার পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইছাহাক আলী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, শিবগঞ্জ উপজেলা জলমহাল কমিটি পুটখুর মৌজায় সোয়া চার একরের একটি সরকারি জলমহাল রয়েছে। এটি পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছরের জন্য ইজারা প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক তার লোকজনের নামে ওই জলমহালটি ইজারা নিতে ব্যর্থ হয়ে গত ২২ জুলাই ইছাহাক আলীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই জলমহালে মাছ চাষ করতে দেবেন না বলে হুমকিও দেন। এরপর ২৩ জুলাই ভোর ৫টার দিকে আওয়ামী লীগ নেতা আজিজুল হকের নেতৃত্বে আসামিরা জলমহালে গিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরা শুরু করে।
জলমহাল ইজারা নেয়া সমিতির সদস্যরা ঘটনাটি টের পেয়ে বাধা দিতে গেলে তাদের মারপিট করে লক্ষাধিক টাকার মাছ নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার পর সমিতির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না নিলে আদালতে মামলা করা হয়।
অভিযোগ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, এটি সাজানো মামলা। উল্লেখিত পুকুরে তার মাছ ছাড়া ছিলো। তা ধরতে গেলে সন্ত্রাসীরা তার লোকজন ও মাঝিদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা আছে। সেই মামলা থেকে বাঁচতে তারা আদালতে এই মিথ্যা অভিযোগ করেছে।
এফএ/পিআর