ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৪ আগস্ট ২০১৬

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরিজকান্দি মাইলবাসা কড়ুইতলা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা রাজপ্রাসাদ গ্রামের সামাদ মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শাশুড়ির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে সামাদ মিয়া স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে পার্শ্ববর্তী মেড়াতলী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে পিরিজকান্দি মাইলবাসা কড়ুইতলা রেলক্রসিং পার হওয়ার সময় তারা ঢাকা থেকে ছেড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিত সাহা/এআরএ/এবিএস