ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:১২ পিএম, ০৪ আগস্ট ২০১৬

বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দু্ই হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেরার বাণিজ্যকেন্দ্র কাশীনাথপুর থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাকি গ্রেফতারকৃতরা হলো, মির্জা আকবর (৪৬) ও আবু সামা (৩০)। এরা সবাই সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার ভাতিজা মিন্টু দীর্ঘদিন ধরে আমিনপুর থানা পুলিশকে ম্যানেজ করে এলাকায় হিরোইন, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিল।

জেলা ডিবির ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশীনাথপুর হাটে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাবনা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) জাকির হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একে জামান/এআরএ/এবিএস