ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় অশান্তি সৃষ্টিকারীরা কেউ রেহাই পাবে না

প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৪ আগস্ট ২০১৬

যারা এ দেশের জন্ম চায়নি সেই সমস্ত গোষ্ঠীই সাতক্ষীরাসহ সমগ্র বাংলাদেশে গুপ্ত হামলা চালাচ্ছে। আমরা সবাই ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। মানুষ হত্যা করার কথা ইসলাম ধর্মের কোথাও লেখা নেই। মানুষ হত্যা করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়নি।

বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলে জেলার আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় আগরদাড়ি ইউপি আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৩ সালে যারা সাতক্ষীরার শান্ত জনপদকে গাছ কেটে, রাস্তা কেটে অশান্ত করার চেষ্টা করেছিল তাদের কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না। দেশে যে সমস্ত জঙ্গি হামলা শুরু হয়েছে তা খুবই দুঃখজনক। সকলের ঐক্য প্রচেষ্টা থাকলে এদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস চিরতরে নির্মূল হবে।

সমাবেশে ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

আকরামুল ইসলাম/বিএ