বাহুবলে ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আহাদ কাজলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চৌমুহনী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আব্দুল কাদিরের ছেলে।
বাহুবল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন জানান, দুপুরে মিরপুর বাজারে অভিযান চালিয়ে আব্দুল আহাদ কাজলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস