ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশাশুনিতে বহিরাগত ৫ যুবককে আটক

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৫ আগস্ট ২০১৬

সাতক্ষীরার আশাশুনিতে বহিরাগত ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুর ২টার দিকে আশাশুনি এলাকায় অপরিচিত যুবকদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয়রা অপরিচিত পাঁচ যুবককে আটক করে পুলিশে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ ও বিস্তারিত জানানো যাচ্ছে না।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস