ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি ঐক্যের নামে দেশবাসীর সঙ্গে তামাশা করছে

প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৬ আগস্ট ২০১৬

বিএনপি জাতীয় ঐক্যের নামে দেশবাসীর সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার সকালে ভোলার বাংলাস্কুল মাঠে জঙ্গিবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যারা হাওয়া ভবন থেকে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল, তারাই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে আবারো জঙ্গি বেশে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস করছে। তিনি ওই গোষ্ঠী থেকে সজাগ থাকতে দেশবাসীকে আহ্বান জানান।

Bhola

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় নেতারা।

সকাল থেকে সদর উপজেলার ১৩ ইউনিয়ন থেকে একযোগে ব্যানার ফেস্টুন নিয়ে জঙ্গিবিরোধী মিছল করতে করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাস্কুল মাঠের সমাবেশে যোগ দেয়। পরে মন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও জঙ্গিবিরোধী বৈঠক করেন।

অমিতাভ অপু/এসএস/এবিএস

আরও পড়ুন