কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়ে চিঠি
বগুড়া জেলার দুপচাঁচিয়ায় এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর আগে মোবাইল ফোনে ওই শিক্ষকের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
শনিবার দুপুরে দুঁপচাচিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে। হুমকির শিকার শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক ও দুপচাঁচিয়া থানার উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে তিনি জানান, শনিবার সকালে তার বাড়িতে কে বা কারা একটি চিঠি ফেলে রেখে যায়। ওই চিঠিতে বলা হয়েছে, দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করা হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে আলামত হিসেবে তার বাড়িতে বোমা রাখা হয়েছে। পরে তিনি বাড়ির দেয়ালের ওপর একটি লাল রঙয়ের বোমাসদৃশ কৌটা দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমাসদৃশ কৌটাটি উদ্ধার করে। পরে পুলিশ দেখতে পায় উদ্ধারকৃত কৌটাটি একটি খালি প্লাস্টিকের কৌটা।
উল্লেখ্য, গত ১ আগস্ট মোবাইল ফোনে দুর্বৃত্তরা মিজানুর রহমানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। তিনি হুমকির বিষয়টি গুরুত্ব না দিয়ে ঘটনাটি চেপে যান। শনিবার হত্যার হুমকি দিয়ে চিঠি পেয়ে থানায় অভিযোগ করেছেন।
দুপঁচাচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এর আগে যে নাম্বার থেকে চাঁদা দাবি করেছিল ওই মোবাইল ফোন নম্বর ধরে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লিমন বাসার/এএম/এমএস