অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই : শিল্পমন্ত্রী
বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য সেই অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। বিভিন্ন সময়ে আমরা তা দেখছি এবং প্রতিহত করে চলছি।
শনিবার বিকেল ৫টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে শোকের মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, ১৯৯৬ সালে প্রথমবারের মতো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা নিয়ে চিন্তা করার পাশাপাশি বঙ্গবন্ধু খুনিদের চিহ্নিত করে বিচারের প্রক্রিয়া শুরু করেছেন। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বিচারের রায় কার্যকর করেছেন। আর সে থেকেই অপশক্তির ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। কিন্তু তারা কোনোভাবেই সফল হবে না।
বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় ছিলো ৯৬০ ডলার। বর্তমানে মাথাপিছু আয় হয়েছে ১৪৭০ ডলার। দেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের এ কাজে সহযোগিতা করা আমাদের সবার কর্তব্য।
জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারেক হোসেন মল্লিক, সুলতান হোসেন খান, শহর সভাপতি লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালী প্রমুখ।
মো. আতিকুর রহমান/এএম/এমএস