ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের পুতাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী একই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘুমানোর সময় বিছানায় মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন শিল্পী। ভোরে হঠাৎ ঘুমন্ত অবস্থায় শিল্পীর হাতের আঙ্গুল ওই মাল্টিপ্লাগে ঢুকে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।
আজিজুল সঞ্চয়/এসএস/এমএস