ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আত্মহত্যা করতে গিয়ে অঙ্গহানি

প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৭ আগস্ট ২০১৬

দিনাজপুরে দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে দুটি পা হারিয়েছেন রিক্তা (২৬) নামে মাস্টার্সের এক ছাত্রী। রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের এক নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহত রিক্তা দিনাজপুরের খানসামা উপজেলার পাকরহাট এলাকার বাসিন্দা এবং দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।

দিনাজপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার লক্ষণ কুমার জানান, আত্মহত্যার জন্য চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রিক্তা। এ সময় চালক ট্রেনের গতিরোধ করলে স্টেশনে থাকা লোকজন তাকে টেনে ভেতর থেকে বের করেন। এতে প্রাণে বেঁচে গেলেও দু’টি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/এবিএস

আরও পড়ুন