ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে আটক ১৫ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:১৯ এএম, ০৭ আগস্ট ২০১৬

ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় বিজিবি সদস্যদের হাতে আটক বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বিজয়নগর থানা থেকে আসামিদের বিষয়ে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় টহলরত বিজিবি সদস্যরা ওই ১৫ শিক্ষার্থীকে আটক করে। পরে তাদের বিজয়নগর থানায় সোপর্দ করা হলে পরদিন শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর