ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টরের চাপায় ভাঙাড়ি ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৭ আগস্ট ২০১৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম (৩৭) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে কাহারোলের কামড়হাট ইক্ষু খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে। সালাম দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা সুকুমার রায় জানান, ট্রাক্টর চালিয়ে খামারে আসার সময় হঠাৎ লুঙ্গি পেঁচিয়ে  ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম।

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি