শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ছেড়ে বন্যার্তদের পাশে দাঁড়ান
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে মায়াকান্না ছেড়ে বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান। আওয়ামী লীগ সরকার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এখন প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে আছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্যাকবলিত উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ত্রাণ তৎপরতা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের দল। ভণ্ড রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না। গোলটেবিল বৈঠক আর বিবৃতি দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করা যায় না।
রোববার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শাসসুদ্দিন সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতি বছরই এই দুর্যোগকে সামাল দিয়ে গরিব বানভাসি মানুষের পাশে রয়েছে আমাদের সরকার। ইতোমধ্যে সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত পাঁচটি উপজেলায় ব্যাপক পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, বানভাসি মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। একদিকে বন্যায় প্লাবিত মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া দুর্গত মানুষের পাশে না এসে নানা চক্রান্ত করে চলেছেন। তার এই চক্রান্ত কোনো দিনই বাস্তবায়ন হবে না। তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকাকালীন সময় থেকে আজ পর্যন্ত এদেশের মানুষের কথা না ভেবে একাত্তরে পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। বর্তমানে যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। কিন্তু তার এই ষড়যন্ত্র সফল হবে না। পরাজিত শত্রুদের এই দেশের মাটিতেই বিচার করা হবে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অ্যাড. আব্দুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক আনিসুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইসুফ সূর্য্য, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরি প্রমুখ।
বাদল ভৌমিক/এআরএ/পিআর