ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমরান ফিরে পেয়েছে বাবা-মাকে

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৭ আগস্ট ২০১৬

গণমাধ্যমের কল্যাণে অবশেষে হারিয়ে যাওয়া শিশু এমরান (০৭) ফিরে পেয়েছে তার বাবা-মাকে। রোববার সন্ধ্যায় এমরানের বাবা মুহিত মিয়ার কাছে তুলে দেয়া হয় এমরানকে। এসময় এমরানের বিমাতাও উপস্থিত ছিলেন।

এমরানের বাবা মুহিত মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামে। তবে তারা বেশ কিছুদিন ধরে গাজীপুরের রাজেন্দ্রপুরে বসবাস করছেন।

বাবা মুহিত মিয়া জানান, তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকার আরপি গেইটে কাঁচামালের ব্যবসা করেন। গত ৩০ জুলাই ছেলেকে বাসায় রেখে কাজে চলে যান তিনি। এরপর থেকে এমরানকে আর খুঁজে পাওয়া যায়নি। এমরানের কোনো ছবি না থাকায় সাধারণ ডায়েরিও (জিডি) করা সম্ভব হয়নি।

এনিয়ে এমরানের ছবিসহ জাতীয় দৈনিক কালের কণ্ঠ, সকালের খবর ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহিতের এক আত্মীয় সেটি দেখতে পেয়ে মুহিতকে জানান। এরপর মুহিত রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয় জেলা শহরের নিউ ল্যাবএইড হাসপাতালের রিসিপশনিস্ট শাহিদা আক্তারের কাছে এসে এমরানকে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদার পাড়ার প্রিন্টিং ব্যবসায়ী মো. আলী আহমেদ সুমনের স্ত্রী শাহিদা আক্তার জানান, গত ৩০ জুলাই বিমানবন্দর স্টেশনে ওই শিশুটিকে ঘিরে লোকজনের জটলা ছিল। ছেলেটির কান্না দেখে তিনি সঙ্গে করে নিয়ে আসেন।

তিনি আরো জানান, গণমাধ্যমের কল্যাণে এমরানকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনিও অনেক খুশি।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

আরও পড়ুন