ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ আগস্ট ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে ও টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।   

নিহত শিশুরা হচ্ছে, মির্জাপুরের অয়ন সরকার মান্না (৫) ও বীরগঞ্জের মো. শাফি (০৭)।

সোমবার সকাল ও দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। অয়ন সরকার থলপাড়া (বৈলানপুর) গ্রামের হরিদাস সরকারের ছেলে এবং ফতেপুর বাদ্যকরপাড়া ব্রাক স্কুলের প্রি-প্রাইমারির ছাত্র, মো. শাফি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দর ডিগ্রি ইউনিয়নের খালেদ হাসানের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, অয়ন সরকার দাদীর সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় মাটিভর্তি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে দিনাজপুরের বীরগঞ্জে পিক্যাপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাফি নিহত হয়েছ। এ সময় শিশুটির বাবা সেনা সৈনিক মো. খালেদ হাসান ও মা মোছা. রেজভী আকতার সোমা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আহতদের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দর ডিগ্রি ইউনিয়নের হাজেরা ডাঙ্গা সতেরঘর গ্রামে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/আফিফুর রহমান টগর/এএম/এবিএস