ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লোকাল বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

সোমবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে অবরোধ করেন বিক্ষুব্ধরা। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় লোকাল বাস কাউন্টারের সামনে উপজেলার সোহাগপুর গ্রামের লেহাজ শিকদারের প্রাইভেটকার রাখা ছিল। এতে লোকাল দিগন্ত বাস পার্কিং করার সময় ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারটির সামনের লাইট ভেঙে যায়।

এ নিয়ে উভয়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিক ও মালিক ইউনিয়নের নেতাদের মাধ্যমে বিষয়টি সমঝোতা হয়। পরে দিগন্ত বাসটি আশুগঞ্জ থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সোহাগপুর গ্রামের সামনে গেলে লেহাজ শিকদারের লোকজন গাড়িটি থামিয়ে চালক আতিক ও চালকের সহকারী শ্যামলকে মারধর করে ধরে নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিক ও মালিক ইউনিয়নের নেতারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর