সোনাতলা পৌরসভায় জামানত হারালেন বিএনপি প্রার্থী
বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এটিএম গোলাম রকিব। তিনি রোববার পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে মাত্র ৫০১ ভোট পেয়েছেন। জামানত রক্ষায় বিএনপির প্রার্থীর এক হাজার ৭১৩ ভোট প্রয়োজন ছিল। কিন্তু তিনি তা পাননি।
বিএনপির দুর্গ বলে পরিচিত বগুড়ার সোনাতলা পৌরসভায় বিএনপির এমন ভরাডুবি এর আগে কখনো হয়নি। এর আগে সোনাতলা উপজেলার সাতটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, সোনাতলা পৌরসভায় ১৭ হাজার ১৪৫ ভোটারের মধ্যে ভোট দেন ১৩ হাজার ৭০৮ জন। এর মধ্যে জামানত ধরে রাখতে মেয়র প্রার্থীকে এক হাজার ৭১৩ ভোট প্রাপ্তির প্রয়োজন ছিল। কিন্তু ওই ভোট না পাওয়ায় তিনি জামানত হারাবেন। সেই হিসেবে বিএনপি প্রার্থী জামায়াত হারিয়েছে।
এ প্রসঙ্গে কথা বলার জন্য বিএনপির মেয়র প্রার্থী এটিএম গোলাম রকিব ও সোনাতলা থানা বিএনপি সভাপতি ও একেএম আহসানুল তৈয়ব জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগায়োগের চেষ্টা করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, নির্বাচনে বগুড়া জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সোনাতলা বণিক সমিতির সভাপতি, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু ৬ হাজার ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল বারী খান রব্বানী। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩৬৯ ভোট।
এআরএ/এবিএস