ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ২

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৮ আগস্ট ২০১৬

রংপুরে যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলে একজন এবং হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে নগরীর উত্তম হাজিরহাট এলাকার মুচিরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরহাট এলাকার মুচিরমোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। বিকেলে ৩টার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এসময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী এম ট্রাভেলস নামে একটি বাস মোটরসাইকেলটির মুখোমুখি পড়ে যায়। চালক দ্রুত বাসটিকে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বাসটির সামনের চাকা হঠাৎ ব্রাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে যায়।

এসময় চায়ের দোকানের সামনে থাকা উত্তম হাজিরহাট এলাকার আব্দুস সামাদের ছেলে সোহরাব হোসেনকে (৩৮) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং সেখানে দাঁড়িয়ে থাকা একই এলাকার অটোচালক শহিদার রহমানসহ (৪৫) আরো কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহিদার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-সৈয়দপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে এবং বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সহকারী পুলিশ সুপার সার্কেল (এ) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জিতু কবীর/এআরএ/এআরএ/পিআর

আরও পড়ুন