ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভেড়ামারায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৯ আগস্ট ২০১৬

কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা (২২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রাইটা পাথরঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ইজিবাইক চালক সোহেল রানা দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকার মৃত জাকাত সরদারের ছেলে।

জানা যায়, শনিবার ইজিবাইক চালক সোহেল রানা নিখোঁজ হলে রোববার তার ভাই বাহারুল আলম দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার নং-২৮২, তারিখ ০৭-০৮-২০১৬ ইং।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সোহেল রানার মুখে কাপড় পেঁচিয়ে ও মাথায় পাথরের আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আল-মামুন সাগর/এসএস/পিআর

আরও পড়ুন