বরিশালে ট্রাকে পেট্রোল বোমা, হেলপার নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের শানুহার নামক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৭ টায় এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সোহাগ আহমেদ। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ট্রাকটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে শানুহার এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আগুনে দগ্ধ হয়ে ট্রাকের হেলপার নিহত হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি নুরুল ইসলাম।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর