ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু : আটক ১

প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৯ আগস্ট ২০১৬

শেরপুরের দুর্গা নারায়ণপুর মহল্লার একটি বাড়িতে রুপা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্ত্রী সালমা জাহান সাথিকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের দুর্গা নারায়ণপুর মহল্লার প্রবাসী এসএম মমিনের স্ত্রী সালমা জাহান সাথি প্রায় দেড় বছর আগে শ্রীবরদী উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের সোবহান আলীর শিশুকন্যা রুপা আক্তারকে গৃহকর্মী হিসেবে কাজে নিয়ে আসেন। রুপা গৃহকর্মীর কাজে আসার কিছুদিন পর থেকেই ওই গৃহকর্ত্রী তাকে নির্যাতন করে আসছিলেন।

অভিযোগ উঠেছে, মঙ্গলবার সকালে রুপাকে নির্যাতন করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে সাথি। পরে রুপার মাকে খবর দেয়া হয় যে রুপা আত্মহত্যা করেছে।

এদিকে বিষয়টি জানাজানির আশঙ্কায় স্থানীয় আজিজুল নামে এক ব্যক্তিকে দিয়ে মরদেহটি বারান্দার আড়া থেকে নামিয়ে রাখে। কিন্তু এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রুপার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সালমা আক্তার নামে আরেক গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে এর আগেও একবার গৃহকর্ত্রী সালমা আক্তার গ্রেফতার হন। পরবর্তিতে ওই মামলা ও নির্যাতনের ঘটনায় অর্থের বিনিময়ে আপস মীমাংসা করে রক্ষা পান।

এ ব্যাপারে নিহত রুপা আক্তারের মা জানান, আমার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছিল। গত ঈদের আগে আমার মেয়ে যখন বাড়ি আসে তখন সে তার ওপর নির্যাতনের কথা বলে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে চূড়ান্তভাবে ডাক্তারি পরীক্ষা এবং তদন্ত শেষে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রী সালমা আক্তারকে আটক করা হয়েছে।

হাকিম বাবুল/এফএ/এমএস