ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী কারাগারে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
দলীয় সম্মেলন নিয়ে বিরোধের জের ধরে দলীয় অফিসে হামলা-ভাঙচুর এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় দায়েরকৃত দুই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রোববার শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে ওই নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক শরীফুল ইসলাম তাদের জামিন না-মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো কয়েকজন নেতাকর্মী হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি সম্পাদক মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহম্মেদ।
আদালত ও দলীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৮ নভেম্বর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একটি অংশ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং উপজেলা আ.লীগের আহ্বায়ক নাঈমসহ ৭ নেতাকর্মীকে আহত করে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী-যুবলীগ-ছাত্রলীগসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি এবং ফৌজদারী কার্যবিধির ৩২৬ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
এমএএস