ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিহাতীতে ট্রাকচাপায় শিক্ষক নিহত

প্রকাশিত: ১১:০৯ এএম, ১০ আগস্ট ২০১৬

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সেলিম হোসেন (৩০) নামে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা-ময়মনসিংহ সংযোগ সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন উপজেলার বল্লা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে শিক্ষক সেলিম হোসেন এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে সল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এলেঙ্গা-ময়মনসিংহ সংযোগ সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস