রাজবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজবাড়ী জেলায় বিদ্যুৎপৃষ্টে আওলাদ হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে জেলা সদরের পৌর এলাকার পশ্চিম ভবানিপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত আওলাদ হোসেন ভবানিপুরের মৃত মনির উদ্দিন শেখের ছেলে ও জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য।
আওলাদের বন্ধু সরোয়ার হোসেন জানান, দুপুরের ঝড়ে আওলাদের বাড়ির সেগুন গাছের একটি ডাল ভেঙে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ লাগাতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে এলে আওলাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এএম/আরআইপি