ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক সেবনকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০২:৩৬ এএম, ১১ আগস্ট ২০১৬

ঝিনাইদহে মাদক সেবনকে কেন্দ্র করে এক মাদকসেবীর গুলিতে অন্যজন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাতে শহরের আরাপপুরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আরাপপুর উকিল পাড়ার একটি ছাত্রাবাসে মাদক সেবন করা নিয়ে বন্ধুদের সঙ্গে বাক-বিতণ্ডা হয় শহরের কলাবাগান এলাকার ব্যবাসায়ী হাসানুজ্জামানের। এরই এক পর্যায়ে তন্ময় নামে এক মাদকসেবী হাসানুজ্জামানের পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় কোনো মামলায় হয়নি।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

আরও পড়ুন