ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ০৯:১৭ এএম, ১১ আগস্ট ২০১৬

নরসিংদীতে ২৫ হাজার ৬শ ৩০ পিস ইয়াবা ট্যাবললেটসহ শরীফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনার চৈতাব নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, গোয়েন্দা পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।

গ্রেফতার শরীফ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার তাহের আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলেও দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/এমএস