ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আইআইইউসি’র শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১:১৯ এএম, ১১ আগস্ট ২০১৬

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও আরো অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফোজদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নেহেলি আক্তার (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর একেখান আল-আমিন
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া জানান, দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে নিয়ে আসলে নেহেলি আক্তার (২২) নামের একজনকে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবন মুছা/আরএস/এমএস