ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ পৌর ভূমি অফিসে হাটু পানি

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১১ আগস্ট ২০১৬

দুই দিনের টানা বর্ষণে ঝিনাইদহ সদর পৌর ভূমি অফিসে জমে গেছে হাটু পানি। নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান কাগজপত্র। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কর্মকর্তারা হাটু পানিতেই বসে কাজ করে যাচ্ছেন।

জানা যায়, ১৯৬৪ সালে ২৭ শতক জমির উপর নির্মিত টিনসেডের একটি ভবন। সেই ভবনেই চলছে পৌর এলাকার ভূমির সকল কার্যক্রম। বছরে এ অফিস থেকে সরকারের রাজস্ব তহবিলে জমা হয় প্রায় কোটি টাকা। আর সেই ভূমি অফিসেরই বেহাল দশা। প্রতি বছর বর্ষা এলেই ভোগান্তিতে পড়ে কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় নষ্ট হয়ে যায় ভূমি অফিসের মূল্যবান দলিলপত্র। গত দুই দিনের টানা বৃষ্টির কারণে ওই অফিসের মধ্যে জমে গেছে হাটু পানি।

Jhenidah

পৌর ভূমি সহকারী এম এ কাইয়ুম মুক্ত জানান, দীর্ঘ ৫০ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ অফিসে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অফিসের বেহাল দশার কারণে বিভিন্ন সময় বিপদে পড়তে হয় আমাদের। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দরখাস্ত দিয়েও কোনো সুফল পায়নি। প্রতি বছর বর্ষার সময় এলে ভোগান্তি আরো বেড়ে যায়। তলিয়ে যায় অফিস। মূল্যবান কাজগপত্র সংরক্ষণ করতে হিমশিম খেতে হয়।

পৌর এলাকার মূল্যবান দলিলপত্র ও ভোগান্তি কমাতে দ্রুত এ সমস্যা সমাধানের দাবি কর্মকর্তা ও এলাকাবাসীর।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর