কালুখালীর বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান অার নেই
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি অাওয়ামী লীগের সভাপতি শেখ মো. শের অালী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না ওয়া.....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ভোরে নামাজের পর তিনি অসুস্থ বোধ করলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শের অালী বোয়ালিয়া ইউনিয়নের ধানচন্দ্র পুর এলাকার মৃত অাব্দুর জব্বারের ছেলে।
ইউপি সদস্য থেকে প্রথমবারের মত নির্বাচিত চেয়ারম্যান ও অাওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ জুম্মা তার নিজ বাড়ি সংলগ্ন ধানচন্দ্র পুর স্কুল মাঠে ও দ্বিতীয় নামাজে জানাজা কালুখালী উপজেলার বাংলাদেশ হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাংলাদেশ হাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
কালুখালী উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুল অালম বলেন, শের অালী একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি শুধু জনপ্রতিনিধি বা ইউপি নেতা ছিলেন না ছিলেন উপজেলা অাওয়ামী লীগেরা নেতা ছিলেন। তার এ মৃত্যুতে অামারা মর্মাহত ও শোকাহত। কালুখালী উপজেলা অাওয়ামী লীগের পক্ষ থেকে অামরা তার রুহের মাগফিরাত কামনা করি।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি