ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১০:৩৪ এএম, ১২ আগস্ট ২০১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শেরপুর জেলা পুলিশ প্রশাসন।

শুক্রবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর-বেপারিপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, গুড়, পানি, স্যালাইন মোমবাতি ও ম্যাচ দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার। অন্যান্যদের মধ্যে ছিলেন, এএসপি সার্কেল লাবনী খন্দকার, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অধ্যক্ষ ড. জাকির হোসাইন প্রমুখ উপস্থিতি।

হাকিম বাবুল/এএম/পিআর