হোস্টেলের বাথরুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ হোস্টেলের বাথরুম থেকে ইতি রানী (২০) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে ছাত্রী হোস্টেল কুশিয়ারার পরিত্যক্ত বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইতি রানী কুশিয়ারা হোস্টেলের ১১নং কক্ষে অবস্থান করে আসছিলেন। জেলার দিরাই উপজেলার মন্ডলীভোগ গ্রামের প্রতাপ রঞ্জনের মেয়ে তিনি।
পুলিশ ও কলেজ সূত্র জানায়, সকাল থেকেই ইতিকে খোঁজে পাচ্ছিলেন না তার সহপাঠিরা। দুপুর ২টার দিকে হোস্টেলের তৃতীয় তলার পরিত্যক্ত বাথরুমের ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে হোস্টেল সুপার জালাল উদ্দিনকে বিষয়টি জানান তার সহপাঠিরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজু আহমেদ রমজান/এআরএ/এমএস