রাজবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের তিন গ্রামের ২০০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ভয়েস অব রাইটস।
‘বন্যার্তদের পাশে ভয়েস অব রাইটস’ স্লোগানে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ধাওয়াপাড়া ফেরিঘাটে চন্দনী সেবা ও সংস্কৃত সংঘ এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় চন্দনী ইউনিয়নের পদ্মা নদীপাড়ের জৌকুড়া, ধাওয়াপাড়া ও চরনন্দনালপুর গ্রামের ২০০ জন বন্যাদুর্গতদের মাঝে চাউল, আলু, চিড়া, চিনি, খাবার স্যালাইন, ম্যাচ, মেট্রো ট্যাবলেট, নাপা ট্যাবলেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান ডিজিটাইলাইজেশন ট্রেডবডি (এফবিসিসিআই) ও ভয়েস অব রাইটসের উপদেষ্টা আলহাজ্ব ফেরদৌস আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম, টিম লিডার আব্দুল হালিম প্রমুখ।
রুবেলুর রহমান/এএম/এমএস