পলাশবাড়ীতে শিবির সভাপতি গ্রেফতার
প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মিল্লাত মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিল্লাত ওই গ্রামের হামেদ আলীর ছেলে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিবির নেতা মিল্লাতের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় তিনটি নাশকতা মামলা রয়েছে। গোপন খবর পেয়ে বিকেলে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মিল্লাতকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।
অমিত দাশ/এআরএ/এমএস