ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে এক জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১২ আগস্ট ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ওই গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রগুলো জানায়, গ্রেফতার জেএমবি সদস্য সাজেদুলের আব্দুস সালাম ওরফে আবু সাইদ ওরফে সাদ্দাম নাম ছাড়াও একাধিক নাম রয়েছে। সে গাজীপুর জেলার জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শেরপুরে আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া এক সময় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই-এর খাদেম হিসেবে কাজ করতো বলেও জানা যায়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার বলেন, প্রাথমিকভাবে ওই জেএমবি সদস্যের নাম সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম বলে জানা গেছে। তবে তার অন্য কোন নাম আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতার সাদ্দামের এক বোনজামাই জেমএমবি সদস্য বর্তমানে ময়মসসিংহ কারাগারে রয়েছে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/আরএস