ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বগুড়ার ধুনট পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কার পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তায় ছাগলের জন্য কলা গাছের পাতা কাটছিলেন আবু বক্কার। এসময় কলা গাছের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এআরএ/এবিএস