ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৩ আগস্ট ২০১৬

নরসিংদী জেলার পলাশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে পলাশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক), স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, বিদ্যুৎ সংকটের লজ্জা থেকে বর্তমান সরকার মুক্তি দিয়েছে। ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য আজ দেশের সবাই ঐক্যবদ্ধ। সেই উন্নয়ন রুখতে দেশে ষড়যন্ত্র হচ্ছে। তারই অংশ হিসেবে ধর্মের অপব্যাখা করে জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিশীল করছে একটি চক্র। তাই তিনি সবাইকে সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন ল্যাব পরিদর্শন করেন।

সঞ্জিত সাহা/এএম/আরআইপি

আরও পড়ুন