ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসরে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে গাছ কেটে ব্যারিকেড দেয় একদল ডাকাত। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে উপস্থিত হয়। পুলিশ দেখে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি করে।
ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহত পুলিশ সদস্য নজরুল ইসলাম ও আমোদ আলীকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, দুই রাউন্ড গুলি, ৫টি হাত বোমা, ৫টি রামদা, একটি গাছ কাটা করাত ও এক গাছি দড়ি উদ্ধার করেছে।
আহমেদ নাসিম আনাসারী/এসএস/এমএস