ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর সাথে বাড়ি ফেরা হলো না মরিয়মের

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

আর কোন দিনই ঘর করতে পারবেনা মরিয়ম (৩৭)। চাচী শ্বাশুড়িকে শেষ দেখা দেখতে গিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। নাটোরের খেজুরতলা এলাকায় সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় স্বামী বাবুলও আহত হয়েছেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়।

আহত বাবলু জানান, তার চাচী সোমবার ভোরে মারা যান। মৃত্যুর সংবাদ শুনে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সোমবার সকালে বগুড়ায় রওনা দেন। পথে নাটোরের খেজুরতলা এলাকায় গতিরোধকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি ও তার স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বেগম গুরুতর আহত হন। এতে তিনিও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর মরিয়মের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৮ নম্বর ওয়ার্ডে মরিয়ম মারা যান। এ ঘটনায় রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।

এমএএস