ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাকিমপুরে ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ০৭:০১ এএম, ১৪ আগস্ট ২০১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে অভিযান চালিয়ে ৪শ বোতল ফেনসিডিলসহ মো. এরফান (৩০) ও জহুরুল ইসলাম (২৬) নামের দুই যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার রাত সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিল জব্দ করা হয়।

আটক মো. এরফান উপজেলার বড়চড়া গ্রামের আলী মিয়ার ছেলে এবং জহুরুল ইসলাম একই এলাকার সোবাহান আলীর ছেলে।

বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

উক্ত ফেনসিডিলের বোতলগুলো হিলি শুল্ক গুদামে এবং আসামিদেরকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ সকল প্রকার চোরাচালান সীমান্তে শূন্যের কোটায় আনতে আমাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস